নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় সোহাগ নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যাকান্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে মুন্সীগঞ্জে মশাল মিছিল হয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে শহরের কাচারি এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি পৌর বাজারসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপারমার্কেট শহীদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় ছাত্র-জনতাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। এসময় “চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না” সহ বিভিন্ন স্লোগান দেন মিছিলকারীরা।