আমিরুল ইসলাম নয়ন : মুন্সীগঞ্জের গজারিয়ায় নৌ চাঁদাবাজদের আটকে অভিযান পরিচালনা করেছে গজারিয়া থানা পুলিশ। এসময় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, চাঁদাবাজদের কোন ছাড় নেই, সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।
গতকাল রবিবার বিকাল ৫টায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামসংলগ্ন মেঘনার শাখা নদীতে এই অভিযান চালান তিনি। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, বালুয়াকান্দি ইউপি বিট অফিসার উপ-পুলিশ পরিদর্শক মোঃ কামরুজ্জামান, ইউপি সদস্য মোঃ মিছির আলী প্রমুখ।
এসময় গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, আজকের অভিযানে কোন চাঁদাবাজকে আটক করা সম্ভব না হলেও চাঁদাবাজদের কোন ছাড় নেই। সে যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে আমরা চাঁদাবাজদের চিহ্নিত করেছি। তাদের দ্রুত আটক করা হবে। এছাড়াও এই এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও অভিযান চলছে, যা চলমান থাকবে।