নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা এখনও স্বীকার করে না, তাদেরকে কেন মানুষ বিশ্বাস করবে?। আমরা ৫ই আগস্ট দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি।
গতকাল রবিবার মুন্সীগঞ্জের কুকুটিয়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছল। গতকাল রবিবার বিকেলে হাড়িয়া মুন্সীয়া খেলার মাঠে ফাইনাল ম্যাচে কিংস অব কারপাশা একাদশ বনাম কুকুটিয়া উত্তরপাড়া একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রথমে ব্যাটিংয়ে নেমে কিংস অফ কারপাশা নির্ধারিত ১২ ওভারে ১৪৩ রান সংগ্রহ করেন। ১২ ওভারে ১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কুকুটিয়া উত্তরপাড়া একাদশ সংগ্রহ করেন ১৩৬ রান। এতে জয়ী হয় কিংস কারপাশা একাদশ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মতিউর রহমান খান, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি সোনিয়া হাবিব লাবনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন। পরে বিজয়ী এবং রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।