স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জের ৬টি উপজেলায় ৭০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এদের সকলেই বিদেশ ফেরত প্রবাসী। জেলা সিভিল সার্জন অফিস এতথ্য নিশ্চিত করছে। এদের মধ্যে সদর উপজেলায় ১৯জন, সিরাজদিখান-১৫জন, , শ্রীনগর-১০জন, টঙ্গীবাড়ী-১৮, লৌহজং- ৪জন ও গজারিয়া-৪ জন রয়েছেন ।
মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানান, দুপুর ১টা পর্যন্ত জেলার ছয়টি উপজেলায় মোট ৭০জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এর আগে সোমবার জেলায় ৪৬জন কোয়ারেন্টাইনে ছিলো। একদিনের ব্যবধানে ২৪জন বেড়েছে।ওই ৭০ জনকে নিদিষ্ট সময় অথাৎ ১৪দিন তাদের হোম কোয়ারান্টাইনে থাকাবে। তাদে বাসাতি অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিদিন স্বাস্থ্য বিভাগের চিকিৎসকের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে।
তিনি আরো জানান, এছাড়া জেলা ১১সদস্য ও প্রতি উপজেলা ১০সদস্য বিশিষ্ট করোনা প্রতিরোধ কমিটি করা হয়েছে। কমিটির মাধ্যমে জেলা করোনা বিষয়ে সার্বক্ষনিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
করোনা: মুন্সীগঞ্জে ৭০জন হোম কোয়ারেন্টাইনে
আগের পোস্ট