নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর কলেজ রোডে একাধিক দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত কিছুদিন যাবৎ চোরের উপদ্রবে অতিষ্ঠ ব্যবসায়ীরা।
জানা যায়, গত শনিবার রাত আনুমানিক ১১টা হতে ভোররাত আনুমানিক ৩টার মধ্য যেকোন সময় অজ্ঞাতনামা চোর/চোরেরা উপজেলার ভবেরচর ইউনিয়নের অন্তর্গত কলেজ রোডস্থ একটা ইলেকট্রনিক্স দোকান থেকে ১৮ হাজার টাকা ও পাশের মুদি দোকান থেকে ৯০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। ভুক্তভোগী দোকানদার উপজেলার আলীপুরা গ্রামের মৃত সিরাজ সরকারের ছেলে মোঃ সোহেল সরকার বলেন, আমার দোকানে এর আগেও চুরি হয়েছে। অভিযোগও দায়ের করেছিলাম কিন্তু আবার চুরি হলো। এভাবে চলতে থাকলে ব্যবসা করবো কিভাবে?
অপর দোকানদার উপজেলার সাত কাউনিয়া গ্রামের বাবুল মিয়া জানান, দোকানের পিছনের টিনের বেড়া কেটে আমার ৯০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
এ বিষয়ে গজারিয়া থানার পুলিশ অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ওসি (তদন্ত) মোঃ আক্তারুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। গুরুত্বসহ বিষয়টা দেখছি।