নিজস্ব প্রতিবেদক
গজারিয়ায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল রবিবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি.এম. রাশেদুল ইসলাম। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অপরাধে ১ জনকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ (একশত) টাকা অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন মোঃ ইউসুফ মোল্লা (৪৪) উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের বাসিন্দা।