নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার যশলং ইউনিয়নের আল মমিনাত বালিকা মাদ্রাসায় সুনবুলাহ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আয়োজনে ১ হাজার জনের মাঝে বাদশা সালমান ত্রাণ এবং মানবিক সেবা কেন্দ্র সৌদি আরব রমজান ফুড বাস্কেট বিতরণ-২০২৩ এর ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাসেদুজ্জামান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ তুরস্ক প্রবাসী মাওলানা সারাফাত উল্লাহ নদবী। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল কাজী ওয়াহিদ, যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল খন্দকার বাবু, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, ইউপি সদস্য আব্দুল খালেক, রুপ চাঁন, মাওলানা মুফতি সাইদুর রহমান, আয়নাল হোসেন লাকুরিয়া, জুয়েল লাকুরিয়া, আবুল হাসেম লাকুরিয়া প্রমুখ। প্রতিটি বাস্কেটে রয়েছে চাল, ডাল, চিনি, লবন ও তেল।