নিজস্ব প্রতিবেদক
গতকাল বুধবার বিকালে কামারখাড়া ইউনিয়নের স্বর্ণগ্রাম উচ্চ বিদ্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদের ইমামদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ইউনিয়নটির চেয়ারম্যান মহিউদ্দিন হালদার। পরে তিনি উপস্থিত ইমামদের মাঝে খাদ্যসামগ্রী উপহার দেন।
এসময় তিনি ইমামদের উদ্দেশ্যে বলেন, দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এখন আমাদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া ও মাফ চাইতে হবে। আল্লাহ আমাদের মাফ করলে আমরা রক্ষা পাবো। এছাড়া আমাদের কোন উপায় নাই। এসময় তিনি আরো বলেন, প্রতিদিন ডাকাতের গুজব উঠেছে এই গুজবে কান না দিয়ে আমাদের সর্তক থাকতে হবে।
৩ সপ্তাহ যাবৎ তিনি নিজের ইউনিয়নসহ জেলার বিভিন্ন উপজেলা ঘুরে ঘুরে কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন। এ পর্যন্ত তিনি তার নিজ অর্থায়নে কামারখাড়া, দিঘীরপাড়, হাসাইল-বানারী, যশলং, সদর উপজেলার শিলই এবং সুদূর শরীয়তপুর জেলার নড়িয়া থানার নওপাড়া এলাকাসহ প্রায় ৮ হাজার মানুষের মাঝে ১০ কেজি করে চাউল, ১ কেজি করে তেল, ১ কেজি ডাল, ১ কেজি করে পেঁয়াজ, ১ কেজি লবন এবং একটি করে সাবানসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।