নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে চোরাই স্বর্ণ ও মাদকসহ মনির হোসেন মাঝি নামের এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছেন। আটককৃত মনির হোসেন লৌহজং উপজেলার দিঘলী গ্রামের মৃত লাবউদ্দিন মাঝির ছেলে।
গত রোববার সকালে উপজেলার বালিগাঁও কালীমন্দিরের সামনে মা এন্টারপ্রাইজ স্বর্ণের দোকান থেকে স্বর্ণ ও হেরোইনসহ তাকে আটক করা হয়। পরে দুপুর ১টার দিকে থানা পুলিশের উপস্থিতিতে টঙ্গীবাড়ী সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ গোলাম মোস্তফার নিকট তাকে হস্তান্তর করা হয়।
স্থানীয় রাজন মুন্সী বলেন, দীর্ঘদিন যাবৎ এলাকায় চুরি, ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বালিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির হোসেন দোলনের নেতৃত্বে এলাকাবাসী সচেতন অবস্থায় থেকে একটি স্বর্ণের দোকানে স্বর্ণ বিক্রির সময় সন্দেহজনকভাবে মনির নামে এক ব্যক্তিকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদের পর জানতে পারি, এটা চুরিকৃত স্বর্ণ। তাকে চেক করে তার সাথে মাদক পাওয়া গেছে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতায় চোরাই স্বর্ণ ও মাদকসহ তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা চাই, এসব চোরচক্রের সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।
বালিগাঁও ইউপি সদস্য মোঃ কুদ্দুস হোসেন বলেন, এলাকাবাসী চোরাই স্বর্ণ ও হেরোইনসহ মনির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে। পরে সেনাবাহিনীর নিকট তাকে হস্তান্তর করা হয়।
টঙ্গীবাড়ী থানার অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার সাথে থাকা স্বর্ণ ও মাদক জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, এসব অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।