নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের নবাগত এসপি শামসুল আলমকে মানবাধিকার বিষয়ক বই উপহার দিলেন মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার বিকলে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এসে নবাগত এসপি শামসুল আলমের সাথে সৌজন্যসাক্ষাৎ শেষে মানবাধিকার বিষয়ক বই উপহার দেন মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। জেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় মানবাধিকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে আশ^াস দেন মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার নির্বাহী সভাপতি গোলাম কিবরিয়া। অবৈধ অস্ত্র উদ্ধারে মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলার নেতৃবৃন্দের সহযোগিতা চান নবাগত এসপি। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন, নির্বাহী সদস্য হান্নান খান, হাফেজ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম রনি।