নিজস্ব প্রতিবেদক
গত শনিবার মুন্সীগঞ্জ জেলায় করোনা আক্রান্ত রোগীর কোন রেজাল্ট হাতে পায়নি জেলা স্বাস্থ্য বিভাগ। গত শনিবার পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ২৪৩ জনই। গতকাল রবিবার সকালে গত ৫ তারিখের পাঠানো পেন্ডিং থাকা ২৩ জনের ফলাফল পাঠায় ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম)। এতে ২ জনের ফলাফলে করোনা পজিটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪৫ জনে। নতুন আক্রান্ত ২ জন হলেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ কাজী সোনিয়া এবং অপরজন হলো আটপাড়া এলাকার মোশারফ হোসেন। ইতিমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১২ জন করোনা আক্রান্ত রোগী। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে মোট ১২ জন। এর মধ্যে মৃত ব্যক্তির নমুনা ছিলো ১০ জনের। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ।