নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে ২ সন্তানের জননী সোনিয়া আক্তার (৩৫)। ঘটনাটি ঘটেছে উপজেলার বৌলতলী ইউনিয়নের পয়শা গ্রামে। ফেসবুক স্ট্যাটাস ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, দুবাই প্রবাসী শাহজাহান দেওয়ানের স্ত্রী সোনিয়া আক্তারের গত এক বছর ধরে শহিদ দেওয়ানের ছেলে চাচাতো দেবর সাফিন দেওয়ানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সোনিয়া আক্তার আগের স্বামীকে তালাক দিয়ে পরিবারকে না জানিয়ে সাফিনকে বিয়ে করে। ফেসবুক স্ট্যাটাসে আরও জানা যায়, সোনিয়া আক্তার ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত বুধবার সকাল সাড়ে নয়টার দিকে সোনিয়া আক্তার তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সকাল সাড়ে এগারোটায় সাফিন দেওয়ানের বসতভিটায় বিষপান করেন। এলাকাবাসী প্রথমে তাকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠালে বিকাল সাড়ে চারটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোনিয়া আক্তার ও শাহজাহান দম্পতির ২টি সন্তান রয়েছে। ছেলে মোঃ আলিফ (১৩) ও মেয়ে আনাবিয়া ইসলাম (৪)। সোনিয়া আক্তারের বাবা খোরশেদ আলম একই উপজেলার বেজগাঁও ইউনিয়নের বাসিন্দা।
লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য ঢাকার কোতোয়ালি থানায় লাশের সুরত হাল প্রতিবেদন তৈরি করেছে। সুরত হালের কপি পেলে নিয়মিত মামলা দায়ের করা হবে।