নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ নারী কর্মীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা মিলনায়তনে শতাধিক নারী কর্মীর প্রত্যেককে ১ লাখ ২০ হাজার ৪৩৭ টাকার চেক ও সনদ প্রদান করা হয়। এতে মোট ১ কোটি ২০ লাখ ৪৩ হাজার ৭০০ টাকার চেক বিতরণ করা হয়। এলজিইডির আয়োজনে চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, জেলার ট্রেনিং অফিসার মজিবুর রহমান, উপজেলার এলইজিডি হিসাবরক্ষক মোঃ ছিদ্দিকুর রহমান, কমিউনিটি অর্গানাইজার মোঃ মাঈন উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ (আরইআরএমপি-৩) প্রকল্পের আওতায় ২০২০ সালের ১ জুন থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত লৌহজং উপজেলায় ১০০ জন মহিলা কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি কর্মীকে চুক্তি অনুযায়ী দৈনিক ৮০ টাকা সঞ্চয় করতে বাধ্যতামূলক করা হয়। যার ফলে প্রতিজন মহিলা কর্মী মোট ১ লক্ষ ১৬ হাজার ৮শত টাকা সঞ্চয় করেন। ব্যাংক থেকে তাদের আসল ও মুনাফাসহ মোট ১ লক্ষ ২০ হাজার ৪৩৭ টাকার চেক প্রদান করা হয়। এছাড়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও এনজিওদের সহায়তায় ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত মহিলা কর্মীদের সচেতনতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানমূলক কাজের কলাকৌশল এবং ক্ষুদ্র ব্যবসা পরিচালনার উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।