নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দলটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথমে নেতাকর্মী ও সমর্থকরা জমায়েত হয়। পরে তারা বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করে। উপজেলার ঘোড়দৌড় বাজারে সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আনন্দ র্যালি করে পরে আবার বিএনপির কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনেকেই বক্তব্য দিয়েছেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক রাসেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম খান দোলন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তানভীর আহমেদ অভির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মোঃ বাবুল সারেং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং-তেউটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ সাগর বেপারী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আতাউর রহমান খান, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী মোঃ মুক্তার হোসেন খান, সদস্য সচিব মোল্লা লুৎফুর রহমান পাভেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মুস্তাফিজুর রহমান এলবার্ট, কাজী আহসান বায়োজিদ, রাজন, আওলাদ হোসেন। এছাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আওলাদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ তানভীর ইসমাইল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রানা হোসেন রনি, যুগ্ম আহ্বায়ক অশীন আহমেদ সময়, উপজেলা মহিলা দলের সভানেত্রী রোকেয়া বেগম, নার্গিস আলম, আলেয়া ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।