নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি অটো গ্যারেজে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণপাইকসা গ্রামে মসজিদের পশ্চিম পাশে নিতুল এন্টারপ্রাইজে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী অটো গ্যারেজ মালিক শাহিন ইসলাম জানায়, উপজেলার ব্রাহ্মণপাইকসা গ্রামে মসজিদের পশ্চিম পাশে নিতুল এন্টারপ্রাইজ নামে তার একটি অটোরিক্সার গ্যারেজ রয়েছে। প্রতিদিনের মত ওইদিনও গ্যারেজে বিভিন্ন মালিকের ৫টি অটোরিক্সা ও ৭টি মিশুক রাখা ছিল। আর গ্যারেজের পূর্ব পাশেই তার একটি টিনের একচালা কক্ষ রয়েছে। ঘটনার দিন রাতে সবগুলো অটোরিক্সা ও মিশুক রেখে গ্যারেজের টিনের দরজায় দুইটি তালা লাগিয়ে কক্ষে ঘুমাতে যান। আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে তিনি প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য কক্ষ হতে বাহির হতে চেষ্টা করলে দেখতে পান তার কক্ষের দরজায় তালা দেওয়া রয়েছে। তিনি তার কক্ষের ভিতরে গোপন দরজা খুলে বের হয়ে দেখেন গ্যারেজের দক্ষিণ পাশের জানালার নিচের টিন কেটে একদল সংঘবদ্ধ অজ্ঞাত চোর গ্যারেজের ভিতর প্রবেশ করে দরজার প্রধান দুটি তালা কৌশলে খুলে গ্যারেজ হতে ১টি অটোরিক্সা ও ৪টি মিশুক চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে শাহিন ইসলাম বাদি হয়ে গত শুক্রবার শ্রীনগর থানায় একটি অভিযোগ করেছে। এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভূঞা’র কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীনগরে অটো গ্যারেজে চুরি
আগের পোস্ট