নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এই প্রথম সচিবদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে। তবে বৈঠকের বিস্তারিত এজেন্ডা নেই।
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয় গত ৮ আগস্ট। এরপর এটিই সচিবদের সঙ্গে সরকারপ্রধানের প্রথম বৈঠক।
সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
আগের পোস্ট