নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ১। রুবেল (৩৩) পিতা- আইয়ুব খান ২। আইয়ুব খান (৫৫), পিতা- মৃত আরজ খান বাপ-ছেলে হামলা চালিয়ে জাকির হোসেন (৪২)কে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামে ভুক্তভোগী জাকির হোসেনের নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী স্ত্রী বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামের জাকির হোসেনের সাথে আইয়ুব খানের জমি-জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় সীমানার একটি গাছ নিয়ে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে আইয়ুব খান ও তার ছেলে উত্তেজিত হয়ে জাকির হোসেনের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে রক্তাক্ত জখম করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এসময় জাকির হোসেনের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীদ্বয় বিভিন্ন ধরনের ভয়-ভীতিসহ খুন জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল হতে চলে যায়। আহত জাকির হোসেন স্থানীয় লোকজনের সহায়তায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
এ বিষয়ে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ মোক্তার হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।