নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টায় প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে কলেজ পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল এন্ড কলেজ। রঙতুলিতে ফুটে উঠে জুলাইয়ের নানা ঘটনার চিত্রায়ণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।