নিজস্ব প্রতিবেদক : নদী ও পরিবেশ রক্ষায় এবং নদীর পাড়ের বসতি ভাঙন রোধে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার তালতলা-ডহুরী খালে বাল্কহেড বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ঘাসভোগ এলাকাবাসীর আয়োজনে ও বিক্রমপুর খাল-বিল, ভূমি, জলাশয় ও আড়িয়ল বিল সুরক্ষা কমিটির সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এই খাল দিয়ে বড় বড় বালুবাহী বাল্কহেড চলাচল করার কারণে নদীর দুই পাড়ের শত শত বসতি ভাঙ্গন শুরু হয়েছে। দ্রুত বাল্কহেড বন্ধ করা না হলে ঘর-বাড়ি বিলীন হয়ে যাবে। গত ২ বছর আগেই এ নৌরুটে বালুবাহী বাল্কহেড চলাচলে প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আজও বন্ধ হয়নি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মওলানা হেলাল উদ্দিন খান, ইসমাইল হোসেন, শিক্ষক ইসরাফিল হোসেন, ফটিক হালদার, আওলাদ হোসেন, বাবুল হাসান, মুক্তার হোসেন, আলমগীর হোসেনসহ মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তালতলা-ডহুরী খাল ভাঙ্গন রক্ষায় বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন
আগের পোস্ট