নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ডাক্তার আব্দুল গাফ্ফার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মরহুম রেজাউল করিম সেলিম মাস্টার এর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
“রেজাউল করিম সেলিম মাস্টার দীর্ঘদিন এই স্কুলের পেশায় না থেকেও তিনি ছিলেন আমাদের মাঝে সবসময়। শিক্ষার মানোন্নয়ন, কাঠামোগত উন্নয়নসহ যেকোন নির্দেশনায় তিনি থাকতেন এগিয়ে। তিনি প্রাক্তন হয়েও সবসময় ছিলেন শ্রদ্ধাভাজন। তার অকালে চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ও অবর্ণনীয় ক্ষতি হয়েছে” -তাকে স্মরণ করতে গিয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠানে অশ্রুসিক্ত জলে এমনটাই বলেন প্রতিষ্ঠাতা সাবেক বিচারপতি এফ এম আব্দুর রহমান।
গতকাল শনিবার বিকেল ৩টায় বালুয়াকান্দি ডাক্তার আব্দুল গাফ্ফার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলের পূর্বে সভায় “সূচনালগ্ন থেকে আজও অব্দি সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে তার অবদান ছিল অনস্বীকার্য। শিক্ষাঙ্গনে এসে সবসময় শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেওয়াসহ বিভিন্ন সমস্যা ও সমাধানের জন্য তার নির্দেশনা এই প্রতিষ্ঠানের দৃষ্টান্ত হয়ে থাকবে” বলেও জানান এডহক কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আ.ক.ম মোজাম্মেল হক।
রেজাউল করিম সেলিম মাস্টার ছিলেন শিক্ষার মানোন্নয়নে এক নিবেদিত প্রাণ। তার অকাল মৃত্যু আমাদের শিক্ষা প্রসারের ক্ষেত্রে অনেক বড় একটি ধাক্কা বলে মতবাদ জানান উপস্থিত শিক্ষক, সহপাঠী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান মোঃ বশির উল্লাহ, প্রাক্তন শিক্ষক ও বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শরীফ হোসেন, হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট আশরাফুল আলম বাবু, প্রাক্তন অভিভাবক সদস্য মহসিন মিয়া, নুরুল আমিন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জসীম উদ্দীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিহিন উল্লাহ মিহিনসহ অত্র প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা। উল্লেখ্য, গত ২৩ জুলাই বুধবার স্ট্রোকজনিত কারণে রেজাউল করিম সেলিম মাস্টার মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পুরো ইউনিয়নসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে আসে।