নিজস্ব প্রতিবেদক
মাওয়ায় ২৪ কেজি গাঁজাসহ কোস্ট গার্ড এর অভিযানে মোঃ মামুন (২৪) নামে এক গাঁজা ব্যবসায়ীকে মাওয়ার পুরাতন ফেরি ঘাট হতে কাঠাঁলবাড়ী এলাকায় গাঁজা পাচার করার সময় আটক করা হয়। সে মাদারিপুর জেলার শিবচর থানার মল্লিক কান্দি গ্রামের মৃত হানিফা মল্লিকের ছেলে। বাংলাদেশ কোস্টগার্ড এর মাওয়া লেঃ আশমাদুল ইসলাম (বিএন) সাংবাদিকদের প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মাওয়া পুরাতন ফেরিঘাট হতে কাঁঠালবাড়ী এলাকায় গাঁজা পাচার করা হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে স্টেশন মাওয়া কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে একটি যাত্রীবাহী ট্রলারের মধ্যে লাইফ জ্যাকেটের নিচে লুকায়িত অবস্থায় কয়েকটি বস্তা পাওয়া যায়। পরবর্তীতে উক্ত বস্তাগুলো তল্লাশী করে আনুমানিক ২৪ কেজি গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাওয়া কোষ্টগার্ড কমান্ডারের তথ্যমতে, উদ্ধারকৃত ওই গাঁজার মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা। তারা আরো জানান, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত গাঁজা লৌহজং থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া বাংলাদেশ কোস্টগার্ড এর আওতাভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
মাওয়ায় ২৪ কেজি গাঁজাসহ কোস্ট গার্ড এর অভিযানে একজন আটক
আগের পোস্ট