মাসুদ রানা : গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মুন্সীগঞ্জের জনজীবন। ফলে খেটে খাওয়া মানুষ পড়েছেন ভোগান্তিতে। মার্কেট-বাজারেও ক্রেতা কম। মার্কেট-বাজার খুলছে বেলা করে। গত বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির কারণে মুন্সীগঞ্জে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
অটো রিকশাচালক ইব্রাহিম বলেন, শুক্রবার সকাল থেইকা বর্ষা হইতেছে। সেরকম ট্রিপ পাই নাই। ভিজে ভিজে সারাদিন অটোরিকশা চালাইছি। লোকজন রাস্তায় খুব কম। এক বেলা বইসা থাকলে আমাগো ঘরে বাজার যাইবো না। এজন্য বৃষ্টি হইলেও অটোরিকশা নিয়া বাহির হইছি।
মুন্সীগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী শামিম বলেন, বাজারে খদ্দের নাই কোন। সকাল থেকে ২০০ টাকার বেচাকেনাও হয় নাই। বৃষ্টি হলে লোকজন ঘর থেকে বাহির হতে চায় না।
শিক্ষার্থী মোনতাহা আক্তার বলেন, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস থাকায় ছাতা নিয়ে বের হয়েছি। নইলে এমন বৃষ্টিতে বের হতাম না।
পাদুকা ব্যবসায়ী আবদুল হাকিম বলেন, বৃষ্টির কারণে দোকানে কোনো কাস্টমার নাই। দিনব্যাপী বৃষ্টি হওয়ায় ক্রেতা নেই মার্কেটে। বেচাকেনা কম হলে মাস শেষে জটিলতায় পড়তে হয়।
ইজিবাইক চালক মতিন বলেন, বৃষ্টির সময় যাত্রীদের চাপ কম থাকে। মানুষ বাসা থেকে দেরি করে বের হয়। এজন্য যাত্রীর অভাবে বিভিন্ন পয়েন্টে বেকার বসে থাকতেও হয়।
মুক্তারপুরের ট্রান্সপোর্ট ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, বৃষ্টির কারণে দূরের ট্রিপ নাই। ড্রাইভার, হেল্পার-শ্রমিকরা কাজ না থাকায় অলস সময় বসে আছেন।
তিনি আরও বলেন, পাইকার ব্যবসায়ীরা বৃষ্টির কারণে দূর-দূরান্তে মালামাল পাঠাচ্ছেন না।