নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজনে মুন্সীগঞ্জ শহরের দর্পনা কমিউনিটি সেন্টারের আঙ্গিনায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া, আলোচনা সভা ও দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়। মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ এফ এম আরিফউজ্জামান দিদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন রাহাত, পৌর আহ্বায়ক মোঃ মুনায়েম ভূইয়া, পৌর শাখার সদস্য সচিব এড. আশরাফ আলী, পৌর শাখার যুগ্ম আহ্বায়ক হারুন-উর-রশিদ, মোঃ আরজ মোল্লা, জেলা মহিলা পার্টির সভানেত্রী কাঁকন, গজারিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামিম ফরাজী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মোঃ জাকির হোসেন মোজাদ্দেদী। অনুষ্ঠানে বক্তারা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বর্ণাঢ্য রাজনৈতিক কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দোয়া ও তবারক বিতরণ করা হয়।
প্রসঙ্গত, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৯ সালের এইদিন সকাল পৌনে ৮টায় ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরসহ সারাদেশে নানা কর্মসূচি পালন করে জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনগুলো।
মুন্সীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
আগের পোস্ট