নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ১নং গাঁওদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম মোড়লের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল বুধবার বিকালে গাঁওদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার মোঃ বাহাউদ্দীন। সহকারী শিক্ষক মোঃ রাসেল হাওলাদার ও মোঃ ওমর ফারুকের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি এম এ লতিফ ঢালী, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী মোঃ মুক্তার হোসেন খান, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আমির হোসেন বেপারী, ঢাকা মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ধলু হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য জুয়েল শিকদার, মোঃ ওমর ফারুক হাওলাদার, পালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাগবত চন্দ্র সাহা, ফলপাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম, আদর্শ বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিয়ারা খাতুন, হাড়িদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা খাতুন। এছাড়াও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ বশিরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আওলাদ হোসেন, শাহাদাৎ হোসেন, মিম আক্তার, আবুল কালাম, নজরুল ইসলাম, মোঃ আবু সালাম মোল্লা, হিমাংশু বনিক, মোঃ অহিদুল ইসলাম, তাহমিনা আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।