নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং সরকারি কলেজের সাবেক ছাত্রদলের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল বেপারীর ছেলে মোঃ নাজমুল হাচান নয়নকে তিনজনের বিরুদ্ধে প্রতিবাদ করায় মারধর ও হত্যা চেষ্টায় লৌহজং থানায় অভিযোগ করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলার তেউটিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বরুনাপাড়ায় এ ঘটনা ঘটেছে।
লৌহজং থানার অভিযোগ থেকে জানা যায়, সাবেক ছাত্রদল নেতা মোঃ নাজমুল হাচান নয়ন তার আত্মীয়ের বাড়িতে মাদকসেবী, বিক্রয়কারী ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করায় ১। ঊদয় ইসলাম ওরফে শিপন শেখ ২। হৃদয় শেখ উভয়ের পিতা- শাজাহান শেখ ও ৩। সিয়াম পিতা- দুলাল উপজেলার তেউটিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড় নওপাড়া গ্রামের বাসিন্দা একত্রিত হয়ে তার উপর হামলা করে এলোপাথারি কিল, ঘুষি একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে শাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। তার চিৎকারে এলাকাবাসী জড়ো হলে তারা পালিয়ে যায়।
লৌহজং থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হারুন আর রশিদ জানান, অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে আমরা তদন্ত করার জন্য পুলিশ ফোর্স পাঠিয়েছি। অপরাধীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে।