নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজংয়ের চিহ্নিত মাদক সম্রাট ও জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলামকে বিপুল পরিমাণে হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন তথ্য পেয়ে গত শনিবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলার কনকসার বাজারের পাকা ব্রীজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত শহীদুল লৌহজং উপজেলার মাদকের বড় ডিলার। বিএনপির অঙ্গ সংগঠন জেলা শ্রমিক দলের জেলার যুগ্ম সম্পাদক ও উপজেলার সিনিয়র সহ-সভাপতি পদের দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে হেরোইন ব্যবসা চালিয়ে আসছিল। তার ভয়ে কেউ কথা বলতে পারতো না। থানা পুলিশের নাকের ডগায় বসে হেরোইন বিক্রি করতো। কিন্তু গত শনিবার হেরোইনসহ শহীদুলকে গ্রেপ্তার করে লৌহজং থানা পুলিশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানা গেছে। অন্যদিকে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল আজিম স্বপন গতকাল রোববার এক বিবৃতিতে জানিয়েছেন, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও লৌহজং উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহীদ অনৈতিকভাবে মাদক কারবারিতে জড়িত থাকায় এবং মাদকসহ গ্রেফতার হওয়ায় দলের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। তাই শ্রমিক দলের সকল পদসহ সাধারণ সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
লৌহজং থানার ওসি মোঃ হারুন-অর-রশিদ জানান, গোপন তথ্য পেয়ে উপজেলার কনকসার এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শহীদুল চিহ্নিত মাদক ব্যবসায়ী ও শ্রমিক দলের নেতা বলে জানতে পেরেছি।
তিনি আরও জানান, সোর্সের দেয়া তথ্য ছিল, শনিবার ঢাকা থেকে মাদকের চালান নিয়ে লৌহজংয়ে আসবে শহীদুল। বিকেলে ঢাকা থেকে শহীদুল লৌহজংয়ের কনকসার এলাকায় পৌঁছলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। গতকাল রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
লৌহজংয়ে হেরোইনসহ জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার ; ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় দল থেকে বহিষ্কার
আগের পোস্ট