নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকান্ডের ঘটনায় একটি বসতঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই গেছে। গতকাল মঙ্গলবার ভোর পৌণে ৫টার দিকে উপজেলার হাঁসাড়া ইউনিয়নের পাল বাড়ির পূর্বপাশে তুফানী শেখের বাড়িতে এই ঘটনা ঘটে। ওই এলাকার তুফানী শেখের ছেলে সোবাহান শেখের কাঠ ও টিনের তৈরি ঘরে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এদিন সকালে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নেন।
স্থানীয়রা জানায়, ভোরের দিকে পূর্ব হাঁসাড়ার সোবাহান শেখের বসতঘরে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সাংবাদিক মোঃ মোহন মোড়ল জানান, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় ঘরে আগুনের সূত্রপাত। এতে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। দ্রুত অগ্নি-নির্বাপণের ফলে আশপাশের অন্যান্য ঘর-বাড়ি আগুনের হাত থেকে রক্ষা পায়।
এসময় ভুক্তভোগী সোবাহান শেখ জানান, ঘরে আলমারিতে রাখা নগদ এক লাখ টাকা পুড়ে গেছে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে অগ্নি-নির্বাপণে কাজ করে। ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।