নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সরিষা, বোরো, বোনা আমন প্যাটার্নে বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বেলা ১১টায় আটপাড়া এলাকার বাড়ৈগাঁও মাঠ দিবস ও কারিগরি আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত। শ্রীনগর উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, ডিএই খামারবাড়ি, ঢাকা, প্রকল্প পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, কৃষিবিদ গোলাম হাসান মজুমদার। এসময় আরো উপস্থিত ছিলেন মাইন উদ্দিন সা’আদ, অতিরিক্ত কৃষি অফিসার সুমাইয়া আফরোজসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় কৃষকবৃন্দ।
জানা গেছে, এদিন শ্রীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মাঠ দিবস ও কারিগরি আলোচনায় ২০২৪-২০২৫ অর্থবছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এই অঞ্চলে বারি-১৪ জাতের সরিষা আবাদে স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধকরণের দিকে তাগিদ দেওয়া হয়।