আমিরুল ইসলাম নয়ন : মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে ভাড়া বাসা থেকে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শ্রমিকের নাম জুয়েল মিয়া (২৫)। সে যশোর জেলার চৌগাছা উপজেলার মাঠচাকলা গ্রামের অহিদুল ইসলামের ছেলে বলে জানা যায়। সে সিটি গ্রুপের মালিকানাধীন হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতো।
নিহতের প্রতিবেশী আব্দুল মতিন বলেন, নিহত জুয়েল লস্করদী গ্রামে আব্দুস সালামের টিনশেড বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। স্বাভাবিকভাবে সকাল ৮টায় ডিউটিতে যেতে হলে সকাল ৭টায় ঘুম থেকে উঠে প্রস্তুতি শুরু করতে হয়। গতকাল শনিবার সকালে যথাসময়ে জুয়েল ঘুম থেকে না উঠলে বিষয়টি আমাদের সন্দেহ হয়। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সে দরজা না খুললে বাড়ির মালিককে জানিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আমরা দেখতে পাই, সিলিং ফ্যানের সাথে তার লাশ ঝুলছে। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে। সে কি কারণে আত্মহত্যা করেছে তা আমরা বলতে পারব না।
স্থানীয় বাসিন্দা সুমন বলেন, রাতের কোন এক সময়ে সে হয়তো আত্মহত্যা করেছে। সকালে আমরা দেখতে পাই, ভেতর থেকে ঘরের দরজা লাগানো। দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তার ঝুলন্ত লাশ দেখতে পাই আমরা।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলম আজাদ বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমাদের কাছে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে বিস্তারিত বলা যাবে।
গজারিয়ায় শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
আগের পোস্ট