নিজস্ব প্রতিবেদক : নানা আয়োজনে মুন্সীগঞ্জে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকায় ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের মুন্সীগঞ্জ সার্ভিস সেন্টারে দিনব্যাপী বৈশাখী উৎসব অনুষ্ঠানে ছিল বাঙ্গালির নানা মুখরোচক খাবার। এছাড়াও বৈশাখী উৎসবকে কেন্দ্র করে গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভায় অনুষ্ঠানে অংশ নেয় ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের কর্মকর্তা, গ্রাহক ও শুভাকাঙ্খীরা। পুরো অনুষ্ঠানকে ঘিরে ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠানে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের মুন্সীগঞ্জ সার্ভিস সেন্টারের ইনচার্জ রহমত উল্লাহর সভাপতিত্বে ও এজিএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের ডিভিপি সামসুল আরফিন সোহেল, ডিজিএম আমজাদ হোসেন রাসেল পোদ্দার, এজিএম আলমাস বেপারী, পরিমল, মজিবরসহ বিভিন্ন উপজেলার এজিএম ব্যাঞ্চ ম্যানেজারবৃন্দ।
অনুষ্ঠানে গ্রাহক পলিসি বাড়ানোর ব্যাপারে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৈশাখী উৎসব শেষ হয়।