এম এ কাইয়ুম মাইজভান্ডারী : মুন্সীগঞ্জের শ্রীনগরে রাতের আঁধারে প্রবাসীর বসত বিল্ডিংয়ের দরজার সামনে ময়লা ফেলে বিপাকে ফেলার অভিযোগ উঠেছে।
গত শনিবার দিবাগত গভীর রাতের যেকোন সময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা উপজেলার পশ্চিম বাঘড়া এলাকার কৃষক দলনেতার বাড়ির দরজার সামনে ময়লা ফেলে তার পরিবারকে বিপাকে ফেলার অভিযোগ উঠে।
ভুক্তভোগী ইউনিয়ন কৃষকদল নেতা টিটু হোসেন জানান, তিনি গত ২৬ বছর সৌদিআরবে প্রবাস জীবন কাটিয়ে ৬ মাস যাবৎ দেশে এসে নিয়মিত বসবাস শুরু করেছেন। গত কয়েক মাস ধরে এলাকার অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তার একতলা বসত বিল্ডিংয়ে ঢিল ছুঁড়ে এবং হাঁস-মুরগি নিয়ে অত্যাচার করে আসছে। শনিবার দিবাগত রাতে তিনি খাবার শেষে পরিবারের সবাইকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে পড়েন। ভোরে ফজরের নামাজ পড়তে দরজা খুলে দেখেন কে বা কারা তার বসতঘরের সামনে ও পিছনের দরজার সামনে মল-মূত্র ফেলে রেখে যায়। এতে ঘর থেকে বের হতে না পেরে পরিবারের সবাই বিপাকে পড়ে।
স্থানীয় বাসিন্দা শেখ হাশেম জানান, আজকে টিটুর বাড়িতে এমন করেছে, কাল তো আমার বাড়িতে এমন করতে পারে। আমরা এলাকাবাসী এর প্রতিকার চাই।
স্থানীয় ইউপি সদস্য মতিউর রহমান মতি বলেন, এ ব্যাপারে কেউ আমাকে কিছু জানায়নি। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিব।