নিজস্ব প্রতিবেদক
গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের কদমতলী এলাকায় একটি কিন্ডারগার্টেন স্কুলে ভাংচুর ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে একই স্কুলের শিক্ষক রিংকু মিয়া ও তাঁর বাবা মোখলেস উদ্দিনের বিরুদ্ধে।
এ বিষয়ে প্রধান শিক্ষক বাদী হয়ে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গজারিয়া থানার উপ পরিদর্শক (এআই) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কদমতলী এলাকার ইংলিশ মাল্টিমিডিয়া কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক একই গ্রামের রিংকুকে শিশু শিক্ষার্থীদের মারধর ও অভিভাবকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করার কারণে স্কুল কর্তৃপক্ষ একাধিকবার সতর্ক করার পর কর্ণপাত না করায় তাকে অব্যাহতি দেয়া হয়।
গত শনিবার রিংকু ও তাঁর বাবা মোখলেস কয়েকজন সহযোগীসহ স্কুলে হামলা চালিয়ে আসবাব ভাংচুর করে। এতে বাধা দিলে প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষককে পিটিয়ে আহত করে।
গজারিয়ায় কিন্ডারগার্টেন স্কুলে ভাংচুর ও প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ
আগের পোস্ট