নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদের মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা এ প্রতিবাদ সভা করেন।
এসময় বক্তব্যে শিক্ষার্থীরা জানান, আনসার সদস্যদের হাতে সচিবালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলার শিকার হয়। এই হামলায় যারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনগতভাবে শাস্তি দিতে হবে। এসময় সেখানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা জাহিদ হাসান, আবু বকর, ফয়সাল, আব্দুস সামাদ, আতিক, শিশির আহমেদ, আজিম শিকদার, মারিয়া আক্তার, বিনয়, নাইম, হিমেল প্রমুখ।