নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে কালেক্টরেট কিশলয় স্কুলের বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে স্কুলটির প্রাঙ্গণে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জাকির হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা খানমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক তানভীর হাসান। মিলাদ অনুষ্ঠানে হামদ নাত ও গজল পরিবেশন করে শিশু শিক্ষার্থীরা। মিলাদ ও দোয়া মাহফিলে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী, ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।